আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি দলীয় কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র্যালিতে স্বেচ্ছাসেবক দল, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ জেলা ও উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
দলীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল,জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকন,সদস্য সচিব মামুন অর রশিদ মামুন প্রমুখ।