গাইবান্ধায় নারী সংবাদকর্মীর সাথে আইনজীবীর অশোভন আচরণে প্রতিবাদ সভা

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা‌ জেলা প্রতিনিধিঃ গাইবান্ধায় পেশাগত দায়িত্ব পালনকালে নারী সংবাদকর্মীর সাথে জেলা বারের আইনজীবী গৌতম কুমার চক্রবর্তী বিশুর অশোভন আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব(কাচারি বাজার) মিলনায়তনে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।‎ সভায় প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন,সহ-সভাপতি আ.স.ম.রেজাউন্নবী রাজু,খালেদ হোসেন,শফিউল ইসলাম,সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।‎

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন,“আদালত প্রাঙ্গণে তথ্য সংগ্রহ করতে গেলে কোনো সংবাদকর্মীর সাথে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও অশোভন আচরণ গ্রহণযোগ্য নয়। এটি কেবল নারী সাংবাদিকের মর্যাদাকেই ক্ষুন্ন করেনি,বরং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করেছে।”

তারা আরও বলেন,“সাংবাদিকদের উপর হুমকি, ভয়ভীতি,অশোভন আচরণ কিংবা হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য বড় ধরনের বাধা সৃষ্টি করে।”

বক্তারা অবিলম্বে অভিযুক্ত আইনজীবীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেই সাথে প্রতিবাদ সভা থেকে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।‎

অশোভন আচরণের শিকার নারী সাংবাদিক রিক্তু প্রসাদ গাইবান্ধায় ‘ডিবিসি নিউজ’ টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com