নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় ফেব্রিক্স প্রতিষ্ঠান বেক্সি ফেব্রিক্স কুষ্টিয়ার এন এস রোডে জেলা পরিষদ টাওয়ার শপিংমলে তাদের ১২তম শোরুমের শুভ উদ্বোধন করেছে। রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী সমাজ, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মো. আবু জাফর মোল্লা, কুষ্টিয়া জেলা পরিষদ শপিংমল দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা মো. কাজল মাজমাদার এবং কুষ্টিয়া জেলা পরিষদ শপিংমলের সভাপতি মো. ইয়াছিন আলী। বেক্সি ফেব্রিক্স পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আলহাজ্ব এমদাদুল হক, জহুরুল ইসলাম জুয়েল, জাহাঙ্গীর আলম ও বিএ শামীম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বেক্সি ফেব্রিক্স কুষ্টিয়া জেলায় কাপড় ও পোশাক শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এ শোরুমের মাধ্যমে স্থানীয় ভোক্তারা মানসম্মত ফেব্রিক্স সহজলভ্য দামে পাবেন।”
ম্যানেজিং পার্টনার এমদাদুল হক বলেন, “আমরা সবসময় গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। কুষ্টিয়ায় আমাদের এই নতুন শাখা সেই প্রতিশ্রুতিরই ধারাবাহিকতা।”
অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী নেতারা বেক্সি ফেব্রিক্সের উদ্যোগকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির ক্রমোন্নত সাফল্য কামনা করেন।