নিজস্ব প্রতিনিধি: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
কুষ্টিয়া জেলার সদর থানা এলাকায় শাহীন ক্যাডেট স্কুলের একজন শিক্ষক কর্তৃক ৭ম শ্রেণীর ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ঘটনা ঘটে। উক্ত ঘটনার প্রেক্ষিতে কুষ্টিয়া জেলার সদর থানার মামলা নং-৬ তারিখ ০৭/০৮/২০২৫, ধারা-পর্নোগ্রাফি আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩)/৫/৬ রুজু হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১ এবং র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালীর যৌথ আভিযানিক দল অদ্য ১৬ আগষ্ট ২০২৫ তারিখ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোঃ শাহিন ইসলাম (৩০), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-সাহারবাটি, থানা-গাংনী, জেলা-মেহেরপুর’কে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন পৌরসভা হাউজিং সেন্টার রোড সংলগ্ন সুরমা ভবনের সামনে থেকে গ্রেফতার করে। ধৃত আসামীকে নোয়াখালী জেলার সুধারাম থানার মাধ্যমে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন হয়েছে। প্রসঙ্গত উল্লেখ থাকে যে, শিক্ষক রূপী ভন্ড শাহীন এই কুরুচিপূর্ণ ও হঠকারী কাজ করে শিক্ষক ও ছাত্রের মহান সম্পর্ককে হেয় প্রতিপন্ন করেছে। সামাজিক সচেতনা, গঠনমূলক বোধ ও প্রজ্ঞায় গড়ে উঠুক শিক্ষার ভিত্তি।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।