ভালুকায় ৪৩ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।থানা সূত্রে জানা যায়, ভালুকা মডেল থানার পুলিশ  অভিযান পরিচালনা করে চারজনকে হাতেনাতে আটক করেন। তারা হলেন, ওই এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ সজিব মিয়া (২৬), মোঃ নাবিল হোসেন নবীর ছেলে মোঃ আলী হোসেন ওরফে নাজমুল (২৫), গাজীপুর জেলার শ্রীপুরের উদয়খালী এলাকার মোঃ মফিজ উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৭) এবং ডুমবারিরচালা এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ নাঈম খান (২৫)। পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার ৯০০ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-২৯, তারিখ-১৬/০৮/২০২৫) দায়ের করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, জামিরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে চার মাদক ব্যবসায়ীকে আটক করে জেল-হাজতে পাঠানো হয়েছে। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com