ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় বিদেশি মদ ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি বাহাদুরকে (২৮) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (১৩ আগস্ট) রাতে নিজ বাড়ি থেকে তাকে অস্ত্র ও মাদক জব্দ করে যৌথ বাহিনী । ভালুকা মডেল থানার ওসি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। বাহাদুর উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া ডুবালিয়াপাড়ার উজ্জ্বল মিয়ার ছেলে। তিনি স্বেচ্ছাসেবক লীগের সমর্থক বলে জানা গেছে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী (১৩ আগস্ট) বুধবার রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া ডুবালিয়াপাড়ার বাহাদুরের বাড়িতে অভিযান চালায়। ওই সময় তল্লাশি চালিয়ে ১১৩ বোতল বিদেশি মদ, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকাসহ বাহাদুরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভালুকা মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়।
ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, যৌথ বাহিনী ১১৩ বোতল বিদেশি মদ, ৪টি দেশীয় অস্ত্র, নগদ ৬০ হাজার টাকাসহ বাহাদুরকে গ্রেপ্তার করে থানা পুলিশে হস্তান্তর করেছে। বাহাদুর ভালুকা মডেল থানার তোফাজ্জল হত্যা মামলার এজাহার নামীয় আসামি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।