ঢাকায় পালিত হলো ‘রাত দখল’ কর্মসূচি

বিশেষ প্রতিনিধি: ভারতের কলকাতায় নারী চিকিৎসক মৌমিতার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং তার বিচার দাবিতে ঢাকায় পালিত হলো ‘রাত দখল’ কর্মসূচি। শুক্রবার (১৬ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সমবেত হয়ে এই কর্মসূচিতে অংশ নেন।

আন্দোলনকারীরা মৌমিতাসহ প্রতিটি ধর্ষণ ও হত্যার সঠিক বিচার চান। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল ‘গুঁড়িয়ে দেব পিতৃতন্ত্র, কেঁপে উঠবে রাষ্ট্রযন্ত্র,’ ‘পোশাকের বাহানায়, পার পাবে না কোনো পিশাচ,’ এবং ‘প্রশ্ন যখন স্বাধীনতার, বাংলা জুড়ে ওয়েদ্দেদার’।

রাত ১০টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। এ সময় কয়েকজন শিক্ষক ও বিশিষ্টজনও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। আন্দোলনকারীরা দেশের প্রতিটি ধর্ষণ ও হত্যার সঠিক বিচার এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ১৫ দফা দাবি উত্থাপন করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শারমিন মুরশিদ কর্মসূচিতে যোগ দিয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার কাজ করবে বলে আশ্বাস দেন।

কর্মসূচির অংশ হিসেবে নারীরা মশাল মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এর আগে সন্ধ্যায় একই দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ, মিছিল এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা নারীর ওপর সহিংসতা বন্ধে সঠিক বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *