মীর ফাহাদ ভালুকা ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় আবু সাঈদ (৩২) নামে এক সিএনজিযাত্রীর মৃত্যু হয়েছে। নিহত আবু সাঈদ নীলফামারী সদরের লক্ষ্মীচাপ গ্রামের আজিজুর রহমানের ছেলে। দুর্ঘটনাটি ঘটে গতকাল সোমবার (১১ আগস্ট) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হাজিরবাজার এলাকায়।
স্থানীয় ও পুলিশ জানা গেছে, একটি সিএনজি ঢাকা থেকে ময়মনসিংহগামী লেনে ভালুকার দিকে আসছিল।এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সিএনজিটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন যাত্রী আবু সাঈদ। পরে তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।