সাঘাটায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা প্রতিনিধিঃ সাম্প্রতিক আলোচিত গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকান্ড সহ সারা দেশে সাংবাদিকদের হত্যা-নির্যতনের  প্রতিবাদে গাইবান্ধার সাঘাটায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সাঘাটা প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার (১২ই‌ আগস্ট) বেলা ১১টায় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক তুহিনকে দিবালোকে জবাই করে হত্যাকান্ডের নির্মম ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ায় সারাদেশের সাংবাদিক ও সুশীল সমাজের মধ্যে প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে। এরই ধারাবাহিকতায় সাঘাটায় আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কেএম রেজাউল হক, দৈনিক মাধুকরের ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু, করতোয়া প্রতিনিধি জয়নুল আবেদীন,সাঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সংবাদিক আনিছুর রহমান টিপু, কবি-সাহিত্যিক ও সিনিয়র সাংবাদিক আবু তাহের, দৈনিক যায়যায়দিনের সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন রানা,আবু সাঈদ,জাকিরুল ইসলাম জাকির,এশিয়ান টেলিভিশন এর সাঘাটা উপজেলা প্রতিনিধি নুর হোসেন রেইন, সাংবাদিক বরুণ কুমার সিংহ,জাকির হাসেন লিটন, আনছারুল ইসলাম রেজওয়ান প্রমুখ।

বক্তারা বলেন,“সত্য প্রকাশের ভয়ে সাম্প্রতিক গাঁজীপুরের সাংবাদিক তুহিনকে নির্মম হত্যা করা হয়েছে। তাঁরা তুহিন হত্যার নিন্দান জানিয়ে আরও বলেন, এমনিভাবে ইতিপূর্বের সরকার আমলেও সাগর-রুনিসহ অনেক সাংবাদিককে হত্যা ও নির্যাতন করা হয়েছে। অপরাধীরা টার্গেট করে সারাদেশে সাংবাদিকদের ধারাবাহিকভাবে গুম,খুন,নির্যাতন ও হুমকি প্রদানের মিশন বাস্তবায়ন করছে। গাঁজীপুরের তুহিনসহ সকল সাংবাদিক হত্যা,নির্যতন, হুমকির নিন্দা জানান এবং সকল সাংবাকি হত্যা,নির্যাতন ও হুকির সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্ত শাস্তির দাবি করেন বক্তারা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com