সাঘাটায় ভাতা থেকে বঞ্চিত প্রকৃত প্রতিবন্ধীরা

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃগাইবান্ধার সাঘাটা উপজেলায় সমাজসেবা অফিসের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এর ফলে প্রকৃত প্রতিবন্ধীরা সরকারি ভাতা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। 

অনলাইনে আবেদন ও ভেরিফিকেশন সম্পন্ন হলেও অজানা কারণে অনেক প্রতিবন্ধী এই সেবা পাচ্ছেন না।

উপজেলার ভরতখালী ইউনিয়নের চারজন প্রকৃত প্রতিবন্ধী — বিথি আক্তার, মাইশা আক্তার, হান্নান ও আব্দুল মান্নান — আবেদন করেও ভাতা থেকে বঞ্চিত রয়েছেন।

প্রতিবন্ধী বিথি আক্তারের বাবা মাহা আলম জানান, “দুই বছর আগে অনলাইনে আবেদন করার পরও আমার মেয়ে ভাতা পাচ্ছে না।” 

একইভাবে মাইশা আক্তারের বাবা, চা ব্যবসায়ী মজিবর রহমান বলেন, “জলজ্যান্ত প্রতিবন্ধী হয়েও আমার মেয়েকে বঞ্চিত করা হচ্ছে। সমাজসেবা অফিস আমাদের সঙ্গে প্রতারণা করছে।” হান্নান ও মান্নানের পরিবারের অভিযোগও একই রকম।

অতিরিক্ত সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, “যারা ভাতা পাচ্ছেন না, তারা পরবর্তী বাজেটে অন্তর্ভুক্ত হবেন।” তবে কেন এতদিন ধরে এরা সুবিধাবঞ্চিত, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

প্রসঙ্গত, কয়েক মাস আগে সমাজসেবা অফিসের অনিয়মের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করে এবং ইউএনও’র মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর বরাবর স্মারকলিপি জমা দেয়। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত প্রতিবন্ধীদের বাদ দিয়ে ভুয়া নাম তালিকাভুক্ত করা হয়েছে। সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে ভুক্তভোগী ও সচেতন মহলের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com