সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকা-ের প্রতিবাদে ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২টায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাড. শামিমুল হাসান অপুর সঞ্চালনয় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে দৈনিক সময়ের কাগজের সম্পাদক আবু বক্কর, এডিটরস ফোরামের সভাপতি মুজিবুল শেখসহ জেলায় কর্মকর্ত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা গাজীপুরে দুর্বৃত্তের হাতে হত্যাকা-ের শিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনসহ সারাদেশে সাংবাদিক হত্যাকা- ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও দ্রুতবিচার করে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com