ইউসুফ লালপুর হোসাইন (নাটোর): নাটোরের লালপুরের গোপালপুরে সাইদুর রহমান নামে এক গাড়ি চালককে গলা কেটে হত্যা করেছে ছদ্মবেশী যাত্রীরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাওহিদুল ইসলাম নামের এক যাত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ৭ আগস্ট) রাত ১০টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার আমজাদ হোসাইন ও স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে রেন্ট-এ-কার ভাড়া করা মাইক্রোবাস চালিয়ে নিহত সাইদুর বড়াইগ্রামের বনপাড়ায় যাচ্ছিল। পথিমধ্যে রাত ১০টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল এলাকায় পৌঁছলে রাস্তার পাশে কয়েকজনের সঙ্গে ধ্বস্তাধস্তির ঘটনা ঘটে।
একপর্যায়ে তাদের মধ্যে থেকে চিৎকার শোনা যায়। পরে স্থানীয়রা এগিয়ে গেলে এক যুবকের গলা কাটা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া উপজেলার বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে। পুলিশ সুপার আরও জানান, ছিনতাইকারীরা গাড়িটি ছিনতাই করার জন্য যাত্রীবেশে গাড়িটি ভাড়া করেছিল। এরপর গাড়িটি ছিনতাই করার চেষ্টায় ব্যর্থ হলে চালককে গলাকেটে হত্যার ঘটনা ঘটে। এঘটনায় নিহত সাইদুরের ভাই মোঃ আলমগীর বাদি হয়ে অজ্ঞাতনামা থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। লালপুর থানার ওসি মমিনুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে রাতেই একজন কে আটক করা হয়েছে।