ইউসুফ হোসাইন লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সাইদুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীকে প্রাইভেট থেকে নামিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে উপজেলার গোপালপুর-লালপুর আঞ্চলিক সড়কের নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুলের পাশের সড়কের ধারে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামারা রেলগেট এলাকার বাসিন্দা জনৈক আলতাফ হোসেনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুমিনুজ্জামান জানান, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে ওই স্কুল এলাকায় কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে এক যুবকের ধস্তাধস্তি হয়।ধস্তাধস্তির একপর্যায়ে ওই যুবক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে গিয়ে যুবকটিকে গলা কাটা অবস্থায় দেখতে পায় এবং থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি জানান, প্রথমে ওই যুবকের পরিচয় জানা না গেলেও তার সঙ্গে থাকা কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি আরো জানান, সাইদুর রহমানকে যেখানে হত্যা করা হয়েছে সেখানে ইঞ্জিন চালু করা একটি সাদা রঙের প্রাইভেট কার ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাইদুর রহমানকে গাড়ি থেকে নামিয়ে পূর্ব পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত এবং কি কারনে সাইদুলকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বলেও জানান ওসি মুমিনুজ্জামান।