নিজস্ব প্রতিনিধি: “আমার পুলিশ, আমার দেশ — বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানায় ওপেন হাউস ডে ও অংশীদারদের সাথে মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমপি’র অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রবিউল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার (অপরাধ উত্তর বিভাগ) মো. রবিউল ইসলাম এবং কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবু নাসের।
অনুষ্ঠানে কোনাবাড়ী থানার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। বিশেষ করে কোনাবাড়ী থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম-খতিব, ওয়ার্ড পর্যায়ের নেতারা আলোচনায় অংশগ্রহণ করেন।
মুক্ত আলোচনায় কোনাবাড়ী থানার বিভিন্ন সামাজিক ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যা নিয়ে প্রশ্ন তোলা হয়, যার উত্তর প্রদান করেন প্রধান অতিথি মো. রবিউল হাসান। অংশগ্রহণকারীরা পুলিশের ভূমিকা ও এলাকার আইন-শৃঙ্খলা বিষয়ে খোলামেলা মতামত দেন এবং সমস্যার দ্রুত সমাধান চেয়ে সুপারিশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুফতি ওবায়দুল্লাহ বিন সাইদের পরিচালনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।