আলম খান, মদন প্রতিনিধিঃ নেত্রকোনা মদন উপজেলায় (৫আগষ্ট২০২৫) তারিখ রাতে মদন থানার পুলিশ নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২০০শত পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী যুবক কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ২নং চানগাঁও ইউনিয়নের মৃত রোজ আলী সরকারের ছেলে রবিউল আলম (২৭) ও নেত্রকোনা সদর উপজেলার দুগিয়া গ্রামের ফরেজ আলী মিয়ার ছেলে সুলতান আলী (৩০)।
মদন থানার পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দুই যুবক মাদক ব্যবসায়ী সিএনজি করে মদনের দিকে আসে। এরপর পুলিশ নতুন বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।দুই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২০০শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মদন থানার তদন্ত কর্মকর্তা (ওসি) দেবাংশু কুমার দে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।