সৌদি তেল কোম্পানি আরামকোর বেশির ভাগ শেয়ার কিনেছে বিদেশিরা

দ্বিতীয় পর্যায়ে সৌদি তেল কোম্পানি আরামকোর যে শেয়ার বাজারে ছাড়া হয়েছে, তার বেশির ভাগ আন্তর্জাতিক বিনিয়োগকারীরা কিনেছে। কোম্পানিটি এ কথা জানিয়েছে। এ শেয়ার বিক্রি থেকে ১ হাজার ১২০ কোটি ডলার আসবে বলে মনে করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আরামকোর শেয়ার বিক্রির এই অর্থ সৌদি আরবের জন্য আর্থিক স্বস্তি নিয়ে আসবে। কারণ, দেশটি তেলবহির্ভূত অর্থনীতি গড়ে তোলার অংশ হিসেবে বড় ধরনের নির্মাণযজ্ঞ চালাচ্ছে, যার মধ্যে রয়েছে অবকাশযাপন কেন্দ্র ও স্টেডিয়াম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *