আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষে গাইবান্ধায় বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকালে গাইবান্ধা জেলা বিএনপির আয়োজনে বিজয় র্যালিটি জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
র্যালিতে বাদ্যযন্ত্র, ঢাক ঢোল,ঘোড়ার গাড়ি নিয়ে গাইবান্ধা জেলা বিএনপিসহ উপজেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে র্যালি পূর্ব এক সমাবেশে বক্তব্য রাখেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু প্রমুখ।
এছাড়াও বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ,ফারুক আলম সরকার,জেলা বিএনপি’র উপদেষ্টা অ্যাড.নাজেমুল ইসলাম প্রধান নয়ন, সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মঈন প্রধান লাবু প্রমুখ।