মনোহরদীতে কৃষি জমি জোরপূর্বক ১১বছর দখলে রাখার অভিযোগ

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী)প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে ১৬ শতাংশ কৃষি জমি দীর্ঘ     ১১ বছর যাবৎ জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের পূর্ব মজিদপুর গ্রামের মোস্তফার ১৬ শতাংশ কৃষি জমি ১১ বছর ধরে ভাতিজারা রফিক, শফিকুল, সাদেকুল সহ ৬ থেকে ৭ জন জোরপূর্বক দখল করে রেখেছে। এ নিয়ে একাধিকবার মোস্তফার বড় ছেলে খোকন মিয়া ও তার পরিবারের লোকজনের উপর হামলার ঘটনা ঘটায়।

হামলার আশঙ্কায়  ভুক্তভোগী খোকন মিয়া সাত জনকে অভিযুক্ত করে বুধবার মনোহরদী থানায় একটি লিখিত অভিযোগ দেয়, এর জেরে বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীকে আবারও প্রাণনাশের হুমকি দেয়। 

এলাকাবাসী বলেন এনিয়ে পূর্বে এলাকাবাসী একাধিক বার গ্রাম্য শালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা করেও দিতে পারেনি দলিল পত্রের অভাবে।

এ বিষয়ে অভিযুক্ত শফিকুল বলেন খোকন মিয়া আমাদের উপর যে অভিযোগ করেছে এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আমাদের কাছে জমির সকল কাগজপত্র আছে জমির মালিক আমরা।

এ ব্যাপারে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল জব্বার  বলেন, এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com