ইউএনবি নিউজ: আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সব তৈরি পোশাক (আরএমজি) কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
রবিবার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানিয়েছে, সরকার ঘোষিত জাতীয় ছুটির সঙ্গে সংহতি প্রকাশ এবং আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজিএমইএ জানিয়েছে, যদিও সরকার ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করেছে, আইন অনুযায়ী তৈরি পোশাক কারখানার জন্য তা বাধ্যতামূলক নয়। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ ও শ্রম বিধিমালা, ২০১৫ অনুযায়ী, পোশাক কারখানাগুলোকে বছরে ১১ দিন উৎসবের ছুটি দিতে হয়। এর বাইরে অতিরিক্ত সাধারণ ছুটি পালনের বাধ্যবাধকতা নেই।
তবে সংগঠনটি ৫ আগস্ট শহীদদের স্মরণে ও সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে সব সদস্য কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হয়। এই দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণ করা হয়।