দোয়া-মোনাজাতে খুলল মাইলস্টোন স্কুল এন্ড কলেজ..

স্টাফ করেসপন্ডেন্ট : ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দোয়া ও মোনাজাতে খুলেছে রাজধানী উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজ। রোববার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ক্যাম্পাস চালু করা হয়েছে।

তবে শিক্ষা প্রতিষ্ঠানটির কলেজ শাখা খুলবে আগামী বুধবার। ৬ আগস্ট থেকে পুরোদমে শ্রেণি কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

কলেজ খোলার প্রথম দিনে আজ দুর্ঘটনায় নিহতের স্মরণে শোক ও দোয়ার অনুষ্ঠান হয়েছে। এতে নিহতের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়। সকাল ৯.০০টা থেকে ১২.৩০ পর্যন্ত তিন ধাপে অনুষ্ঠিত শোক ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে চার হাজারের অধিক ছাত্রছাত্রী। 

শোক প্রকাশ ও দোয়ার এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরন নবী এবং মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।

তারা বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে এই বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং শেষ পর্যন্ত একসঙ্গে এই বেদনাহত ঘটনাকে আমরা মোকাবেলা করতে পেরেছি। এজন্য তারা ছাত্রছাত্রী, অভিভাবকগণ, শিক্ষক-শিক্ষিকাগণ এবং সকল কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।

মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরন নবী এবং অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সংশ্লিষ্ট সকল সংস্থা ও বাহিনীর প্রতি যারা জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছিলেন। 

এ সময় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন সকল মিডিয়া ও সংবাদ কর্মীদের প্রতি যারা মানবিক দৃষ্টিকোণ থেকে ঘটনার ভয়াবহতাকে মানুষের দৃষ্টিগোচর করেছেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই ২০২৫ আনুমানিক বেলা ১টা ১২ মিনিট থেকে ১টা ১৪ মিনিটের মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসে একটি দোতলা ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি—৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণরত অবস্থায় বিধ্বস্ত হয়। 

বেলা ১টায় স্কুল ছুটি হয়ে যাওয়ায় তখন অভিভাবকদের জন্য শিক্ষার্থীরা অপেক্ষারত অবস্থায় ছিল। এ সময়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এই মর্মান্তিক র্দুঘটনায় এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মাইলস্টোন স্কুল শাখার ২৭ জন শিক্ষার্থী, দুইজন শিক্ষক, তিনজন অভিভাবক এবং একজন আয়া। মর্মান্তিক এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৩ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com