বিশেষ প্রতিনিধি: সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা (বিএফআইইউ)।
মঙ্গলবার (১৩ আগস্ট) তফসিলি ব্যাংকগুলোকে তাদের অ্যাকাউন্টগুলো জব্দ করার নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে জানানো হয়, শুধু পলক ও তার স্ত্রীরই নয়, তাদের পরিবারের অন্যান্য সদস্য এবং তাদের মালিকানাধীন সকল প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টও জব্দের আওতায় থাকবে।
একইদিনে সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ, তার স্ত্রী উম্মে কুলসুম, এবং ছেলে শাম্মাম জুনাইদ ইফতির ব্যাংক হিসাবও জব্দ করেছে বিএফআইইউ।