আনোয়ার হোসেন রানা গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় সিজু নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির সভাপতি ও রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
মঙ্গলবার (২৯ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান,“ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি জানান,আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।”
এ সময় তিনি আরও বলেন, “ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন ও যথাযথ ব্যবস্থা গ্রহণই আমাদের লক্ষ্য। সিজু নিহত হওয়ার পর স্থানীয়ভাবে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর রেখেছে।”
এর আগে, বেলা ১১ টায় ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,রংপুর রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ম্যানেজম্যান্ট ডিআইজি রুনা লায়লা,গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম,গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ড।
প্রসঙ্গত,গত ২৪ জুলাই (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে সিজু মিয়া সাঘাটা থানায় ঢুকে এএসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে পুকুরে ঝাঁপ দেন। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে। পরে তা সিজু মিয়া বলে শনাক্ত করা হয়। পরদিন (শনিবার) ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে গাইবান্ধা এবং সাঘাটায় আলাদাভাবে দুটি মানববন্ধন করেন বিক্ষুব্ধ জনতা।