সাইফুল আলম: বিমান বিধ্বস্ত হওয়ার ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহত শিক্ষার্থী ও শিক্ষকদের দ্রুত সুস্থতা কামনায় গত শুক্রবার (২৫ জুলাই ২০২৫) টঙ্গীর এরশাদনগর এলাকার ৪ নম্বর ব্লকের বিএনপি কার্যালয়ে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। টঙ্গী বৃহত্তর থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু এই দোয়া মাহফিলের আয়োজন করেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মধ্যে বিশেষভাবে স্মরণ করা হয় মাইলস্টোন স্কুলের বাংলা মিডিয়ামের কো-অর্ডিনেটর ও শিক্ষক মেহরীন চৌধুরীকে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপন খালাতো ভাইয়ের মেয়ে হওয়া সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকে শিক্ষকতা পেশাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। প্রায় ২০ জন শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে তিনি নিজে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর এই আত্মত্যাগ, মানবপ্রেম ও নিঃস্বার্থ শিক্ষাগত নিষ্ঠাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন উপস্থিত সকলে।
দোয়া মাহফিলে ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, সহ-সভাপতি বাবুল চৌধুরী, নেতা মোজাম্মেল, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, মহিলা দলের দপ্তর সম্পাদক হালিমা আক্তার সুমি, নেত্রী মুক্তা আক্তার, বুলবুলিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বিমানের ঘটনায় নিহত সকল ছাত্রছাত্রী ও শিক্ষকদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করেন। এছাড়াও, দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের নেক হায়াত এবং বিএনপির পূর্ণ প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।
আয়োজক কামরুল ইসলাম কামু বলেন, “আমরা চাই সমাজে কেউ অহংকার না করুক, মাদক যেন সমাজকে ধ্বংস করতে না পারে। আল্লাহ যেন সবাইকে ভালো কাজের তৌফিক দেন—এই আমাদের দোয়া।”