সাঘাটায় সিজু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় পুকুর থেকে সিজু মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় ‘পুলিশি হত্যা’ দাবি করে এ অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷

হত্যার বিচারের দাবিতে রোববার (২৭ জুলাই) সকালে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সচেতন নাগরিক ও বিভিন্ন দলের নেতাকর্মীরা৷ 

সচেতন নাগরিকের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক এনামুল হক সরকার,সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক ইফতিয়ার আহমেদ সুজন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাজেদুর রহমান,ইসলামী আন্দোলন সাঘাটা উপজেলা শাখার সেক্রেটারি মনিরুজ্জামান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম রব্বানী।

উল্লেখ্য পুলিশ জানায়,গত বৃহস্পতিবার রাত দশটার দিকে গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীকে ছুরিকাঘাত করে পুকুরে ঝাঁপ দেয় সিজু মিয়া।‌ পরদিন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরের কচুরিপানার মধ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞাতনামা হিসেবে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *