গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি ২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী নরসিংদী প্রতিনিধি: গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এম.এ মুহাইমিন আল জিহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এফ মনিরুজ্জামান, এডিশনাল পাবলিক প্রসিকিউটর (পিপি), বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম শফিক।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম শফিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,

“আজকের কৃতিত্ব ভবিষ্যতের দ্বার উন্মোচনের একটি ধাপ মাত্র। শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের বিষয় নয়, বরং নৈতিকতা, দেশপ্রেম, সময়ের মূল্য দেওয়া এবং মানুষ হয়ে ওঠার এক নিরবিচার প্রস্তুতি। তোমাদের মধ্যে থেকেই আগামী দিনের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসক ও সমাজ সংস্কারক গড়ে উঠবে। তাই আজ থেকেই লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আব্দুল জব্বার; জনাব এখলাছ উদ্দিন, বিভাগীয় প্রধান (হিসাববিজ্ঞান), মনোহরদী সরকারি কলেজ; জনাব আব্দুর রব, বিভাগীয় প্রধান (ইংরেজি বিভাগ), প্রভাষক, মনোহরদী সরকারি কলেজ এবং জনাব খলিলুর রহমান, প্রভাষক, ইংরেজি বিভাগ।

স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আতিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনাব আবুল হাসান (বাংলা বিভাগ), জনাব কামরুজ্জামান (ইংরেজি বিভাগ), ও জনাব আরিফুল ইসলাম আরিফ (ইংরেজি বিভাগ), গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।

অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এই আয়োজন ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং ভবিষ্যতের পথচলায় তাদের উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *