৯২ জন সাংবাদিক, আইনজীবী ও ব্যবসায়ীকে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: রাশিয়া, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়াবিরোধী প্রচারণায় যুক্ত থাকা অভিযোগে ৯২ জন সাংবাদিক, আইনজীবী ও ব্যবসায়ীর রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার (২৮ আগস্ট) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিষেধাজ্ঞার আওতায় থাকা ৯২ জনের নামের তালিকা প্রকাশ করেছে। তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্রের ২৪ জন সাংবাদিক, যার মধ্যে ১৪ জন ওয়াল স্ট্রিট জার্নালের, ৫ জন নিউইয়র্ক টাইমসের এবং ৪ জন ওয়াশিংটন পোস্টের কর্মী। এছাড়া, তালিকায় বেশ কয়েকজন সরকারি আইনজীবী, মার্কিন প্রতিরক্ষা শিল্পের কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যারা রাশিয়া এবং রাশিয়ার জনগণের বিরুদ্ধে গুজব ও প্রচারণা চালাচ্ছেন তাদের রাশিয়া সফরের কোনো প্রয়োজন নেই।

রাশিয়ায় ১৬ মাস কারাবাস শেষে চলতি মাসে মুক্তি পাওয়া ওয়াল স্ট্রিট জার্নালের জ্যেষ্ঠ সাংবাদিক ইভান গেরশোভিচ রাশিয়ার এই পদক্ষেপকে ‘হাস্যকর’ উল্লেখ করে বলেন, “ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন প্রশাসন মুক্ত ও বস্তুনিষ্ঠ সংবাদিকতার বিরোধী। তারা বছরের পর বছর ধরে সত্য প্রকাশকারীদের ওপর হামলা চালাচ্ছে। এই পদক্ষেপও সেই হামলারই অংশ। আমরা এতে অবাক হইনি।”

নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযানকে কেন্দ্র করে মস্কো ও ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্ক তীব্র সংকটে পড়েছে। শীতল যুদ্ধের পর এই প্রথম বিশ্বের দুই শক্তিধর পরাশক্তির মধ্যে এত তিক্ততা দেখা যাচ্ছে।

উল্লেখ্য, এটি প্রথমবার নয় যে রাশিয়া মার্কিন নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৫০০ মার্কিন নাগরিকের ওপর রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।