৭ দফা দাবিতে রানা প্লাজায় আহত শ্রমিকদের সমাবেশ

রোমান হোসেন, সাভার : সাভারে ৭ দফা দাবিতে রানা প্লাজায় আহত ও নিহত শ্রমিকদের স্বজনরা সমাবেশ করেছে। ঢাকার সাভারে শুক্রবার (১৫ নভেম্বর) সকালে সাভার থানা রোড়ে সাভার প্রেসক্লাবের সামনে এ শ্রমিক সমাবেশ করে অর্ধ শতাধিক রানা প্লাজার শ্রমিক ও নিহতের স্বজনরা।

এসময় বক্তারা ৭ দফা দাবি উত্থাপন করে বলেন, রানা প্লাজা হত্যাকান্ডের সাথে জড়িত গার্মেন্টস মালিক,ভবন মালিক,সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধিসহ যারা জড়িত আছে সকলকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নামে সরকারি জায়গা বরাদ্দ দিয়ে স্থায়ী পূর্ণবাসন , রানা প্লাজায় আহত শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত ও রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনুদানের টাকা আত্মসাত কারীদের কাছ থেকে উদ্ধার করে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারকে দেওয়ার আহ্বান জানান।

এসময় তারা আরো দাবি করেন, ক্ষতিগ্রস্ত শ্রমিকের সন্তানদের উচ্চশিক্ষার জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করতে হবে। যে সকল ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ব্যাংক একাউন্ট করা হয় নাই তাদের অ্যাকাউন্ট করে দেওয়া এবং রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনুদানের টাকা আত্মসাতকারী রাজনৈতিক নেতা- শ্রমিক নেতা ও এনজিওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এসময় সমাবেশে রানা প্লাজার শ্রমিক নুরুল ইসলাম বলেন, রানা প্লাজার আহত শ্রমিকদের ১০ হাজার টাকা করে অনুদান এসেছিল। সেসময় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান ও তার স্ত্রী সেই টাকা আত্মসাৎ করেছে। রাজনৈকিতভাবে এতো দিন কোনঠাসা থাকার কথাও উল্লেখ করেন তিনি। এসময় তিনি অবিলম্বে আত্নসাতকৃত টাকা শ্রমিকদের কাছে বিতরণের জন্য আহ্বান জানান।

এসময় শ্রমিক সমাবেশে আরো উপস্থিত ছিলেন-জাতীয় গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক শাহ আলম হোসেন, রানা প্লাজার শ্রমিক নুরুল ইসলাম,কবির,নিলুফাসহ অর্ধশতাধিক রানা প্লাজার পোশাক শ্রমিক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।