৭৫০০ কোটি টাকা আত্মসাৎ : সাবেক মেয়র জাহাঙ্গীর সহ দুজনের নামে মামলা….

স্টাফ করেসপন্ডেন্ট :৭৫০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ দুজনের নামে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩ আগস্ট) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাহাঙ্গীর আলম, সাবেক মেয়র ও গোলাম কিবরিয়া, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর কর্তৃক পরস্পর যোগসাজশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি করপোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাত হাজার পাঁচশত কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রযোজ্য ধারায় ১টি মামলা দায়েরের সিদ্ধান্ত কমিশন কর্তৃক গৃহীত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com