৫২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা…..

ডেস্ক রিপোর্ট : বকেয়া বেতন পরিশোধে কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে ৫২ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেছে টিএনজেড গ্রুপের শ্রমিকেরা। ফলে সোমবার  (১১ নভেম্বর) দুপুর দুইটার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি দিয়ে যান চলাচল শুরু হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের সচিবের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ( ক্রাইম নর্থ) নাজির আহম্মেদ।

এরআগে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর মালিকের বাড়ি এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। পরে তাদের সাথে যোগ দেন ওই গ্রুপের ৫টি কারখানার প্রায় তিন হাজার শ্রমিক।

গত শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া শ্রমিকদের আন্দোলন তৃতীয় দিনের মতো আজ সকালেও অব্যাহত থাকলে পরিস্থিতি বিবেচনায় আজ আশপাশের ১২টি কারখানা বন্ধ রাখা হয়।

আজ (সোমবার) দুপুরে সেনা সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। বকেয়া বেতন না পেলে সড়ক ছাড়বে না বলে জানিয়ে দেন শ্রমিকরা। গাজীপুর সদরের ইউএনও’র মাধ্যমে টেলিফোনে শ্রমিকদের সঙ্গে শ্রম মন্ত্রণালয়ের সচিব কথা বলেন। তাতেও তারা প্রথমে সন্তুষ্ট হয়নি, তাদের প্রতিনিধি পাঠাতে বললেও রাজি হয়নি। পরে শ্রমিকরা শ্রম মন্ত্রণালয়ের সচিবের কথা মেনে নেয়।

টঙ্গী শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন বলেন, শ্রম মন্ত্রণালয়ের সচিব শ্রমিকদের উদ্দেশ্যে ব্রিফ করেছেন। সেখানে সদরের ইউএনও, সেনাবাহিনী, মেট্রোপলিটন কমিশনার, শিল্প পুলিশ ও সকল শ্রমিক উপস্থিত ছিলেন। তিনি বলেছেন সরকার দায়িত্ব নিয়ে আগামী রোববারের মধ্যে ৬ কোটি টাকা অনুদান হিসাবে দিবে। শ্রমিকদের অন্যান্য দাবি ও পাওনা কিভাবে, কবে পরিশোধ করা হবে তা আলোচনার জন্য শ্রমিকদের প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছেন। পর্যায়ক্রমে তাদের পাওনা পরিশোধ করে দিবে।  তিনি অনুরোধ করেছেন রাস্তা ছেড়ে দিতে। শ্রমিকরা নিজেদের মধ্যে আলোচনা করে সড়ক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com