৩৩ বছরে পদার্পণ উদযাপন/ সততা নিষ্ঠার সাথে দৈনিক কুষ্টিয়ার পথচলা অব্যাহত থাকুক

জেলা প্রতিনিধি: জেলার প্রচার সংখ্যার শীর্ষে সত্যের মুখপত্র দৈনিক কুষ্টিয়া, সততা নিষ্ঠার সাথে তার পথচলা অব্যাহত রাখুক। অপসাংবাদিকতার ভিড়ে গতানুগতিক ধারার বাইরে গিয়ে পত্রিকাটি কুষ্টিয়ার সাংবাদিক -প্রতিনিধি ও সংশ্লিষ্টদের নিয়ে ত্যাগের যে অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছে তা প্রশংসার দাবি রাখে।

দৈনিক কুষ্টিয়ার ৩৩ বছরে পদার্পণ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেছেন।
তারা বলেন বর্তমানের সংঘাতপূর্ণ কঠিন সময়ে কথিত সাংবাদিকতার ভিঁড়ে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক কুষ্টিয়া পত্রিকা যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে তা সমাজ পরিবর্তনেও ইতিবাচক প্রভাব রাখছে। বক্তারা বলেন, গর্ব করে বলার মত একটি পত্রিকার নাম, যে পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের অসততার কোন রেকর্ড নাই। যার নেতৃত্ব দিচ্ছেন দেশের খ্যাতনামা একজন লেখক, গবেষক ও সমাজকর্মী ড. আমানুর আমান। এভাবেই দৈনিক কুষ্টিয়া তাদের পথচলা অব্যাহত রাখবে বলে বক্তারা বিশ্বাস করেন।

২০ ফেব্রুয়ারী শহরের অভিজাত কারামায় চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানের ২য় পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান।

ভারপ্রাপ্ত সম্পাদক এস.এম.শামীম রানার পরিচালনায়, স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক আলী আহসান মুজাহিদ। আরো বক্তব্য রাখেন স্বনামধন্য লেখক হাসান টুটুল, ব্যাবস্থাপনা সম্পাদক শাহনাজ আমান, নির্বাহী সম্পাদক আনিচুর রহমান লিটন, দি কুষ্টিয়া টাইমস এর নির্বাহী সম্পাদক মুস্তাফিজুর রহমান পলাশ, দৈনিক কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ভিজা, স্টাফ রিপোর্টার (ভেড়ামারা)  আব্দুল আলিম, স্টাফ রিপোর্টার (খোকসা)  হুমায়ুন কবীর, বার্তা সম্পাদক, কুদরত উল্লাহ, স্টাফ রিপোর্টার (দৌলতপুর)  নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার (মেহেরপুর জেলা) সাঈদ হাসান, সার্কুলেশন ম্যানেজার মুক্তার হোসেন, স্টাফ রিপোর্টার তানভীর আহমেদ, সাদিক হাসান রোহিদ, বাদশাহ আলমগীর, ইদ্রিস আলী, স্টাফ রিপোর্টার (মিরপুর) প খন্দকার নাইম উদ্দিন ও কুমারখালী প্রতিনিধি সাকিব আল হাসান।

অনুষ্ঠানের শুরুতে প্রথম পর্বের প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন, দৈনিক কুষ্টিয়ার সম্পাদক প্রকাশক ও মুদ্রাকর ড. আমানুর আমান, ভারপ্রাপ্ত সম্পাদক শামীম রানা, নির্বাহী সম্পাদক আলী আহসান মুজাহিদ  ও প্রতিনিধি বৃন্দ। এ সময় প্রতিনিধি বৃন্দসহ সংশিষ্ট সকলকে পত্রিকার আইডি কার্ড বিতরণ করা হয় ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শেষ পর্বে কেক কেটে দৈনিক কুষ্টিয়ার ৩৩ বছরে পদার্পণ উদযাপন করা হয়। অনুষ্ঠানে দৈনিক কুষ্টিয়ার প্রতিনিধিবৃন্দ সুধিজন ও কুষ্টিয়া পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকা মন্ডলি উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।