চ্যানেল7বিডি ডেক্স: রাজস্ব আদায় বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঢাকাসহ ১৮টি জেলার সব গয়নার দোকানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২০ জানুয়ারি) এনবিআরের মূসক তথ্যপ্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনা বিভাগের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল জুয়েলার্স সমিতির কাছে এসব এলাকার জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়ে একটি চিঠি পাঠান।
তালিকা চাওয়া জেলার নাম
চিঠিতে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটির বাজার ও এলাকাভিত্তিক গয়নার দোকানের তালিকা চাওয়া হয়েছে। আংশিক তালিকাও গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন দ্বিতীয় সচিব।
জুয়েলার্স খাতে এনবিআরের উদ্যোগ
চলতি মাসের শুরুতে এনবিআর এবং জুয়েলার্স সমিতির নেতাদের মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুয়েলারি খাতের ভ্যাট নিবন্ধন, সোনা আমদানি, ব্যাগেজ রুলসহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সমিতির নেতারা জানান, অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন নিশ্চিত করে ইএফডি স্থাপন করা হলে সরকারের রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে বাড়বে।
ইএফডি স্থাপনের পরিকল্পনা
এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, ১৮টি জেলার সব জুয়েলারি দোকানে ইএফডি মেশিন স্থাপন করা হবে। এ বিষয়ে ২৩ জানুয়ারি সচেতনতামূলক অনলাইন সভার আয়োজন করা হয়েছে। সভার পরপরই জেনেক্স ইনফোসিস মাঠপর্যায়ে ইএফডি স্থাপনের কার্যক্রম শুরু করবে।
সরকারের প্রত্যাশা
এই উদ্যোগ গয়নার দোকানগুলোর ভ্যাট সংগ্রহ প্রক্রিয়াকে সহজ করবে এবং সরকারের রাজস্ব আদায়ে বড় ভূমিকা রাখবে।
এই পরিকল্পনা শুধু সরকারের রাজস্ব বৃদ্ধিই করবে না, বরং জুয়েলারি খাতের ব্যবসায়ীদের জন্যও স্বচ্ছতা নিশ্চিত করবে।