১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাঘাটা উন্নয়ন সংস্থার মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি..

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধাঃ “এসো সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করি, অর্থ নয়,সেবাই আমাদের প্রধান লক্ষ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাঘাটা উন্নয়ন সংস্থার মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচিতে—বিভিন্ন মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে ও বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল,আল কোরআন শরীফ বিতরণ,অসহায় ও পথশিশুদের মাঝে বিনামূল্যে খাবার প্রদান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা,বৃক্ষ রোপন,বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,রক্ত প্রদান ও স্বেচ্ছাসেবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান।

মঙ্গলবার (১৪ই অক্টোবর) সন্ধায় সংস্থার কেন্দ্রীয় কার্যলয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধনকালে সংস্থার প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক আসিফ মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন,সংস্থার উপদেষ্টা ও সাঘাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সংস্থার উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, মাহফুজ আহমেদ টিটু,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ত্রাণ বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ, দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম,রক্ত বিষয়ক সম্পাদক আব্দুর রউফ,সংস্থার জেলা সভাপতি নুরুল ইসলাম, তদন্ত সম্পাদক আনসারুজ্জামান রিজওয়ান প্রমুখ।

উল্লেখ্য,সাঘাটা উন্নয়ন সংস্থা গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। যা ২০০৯ সালে ১৪ই অক্টোবর থেকে যাত্রা শুরু করে আজ ১৬ বছরে পদার্পণ করেছে। সংস্থাটি সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য সহযোগিতার মাধ্যমে এবং সমাজের বিভিন্ন সমস্যা নিরসনে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com