১০ বছর পর উইন্ডিজের কাছে বাংলাদেশের সিরিজ হার

অনলাইন ডেক্স: দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল বাংলাদেশ। ২২৭ রানের লক্ষ্য সহজেই ৩৬.৫ ওভারে টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। হাতে ছিল ৭ উইকেট এবং বল ছিল ৭৯টি। ২০১৪ সালের পর এটাই প্রথম ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারাল ক্যারিবীয়রা।

ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংসটা ছিল চড়াই-উতরাইয়ে ভরা। ৭ উইকেটে ১১৫ রানে ধুঁকতে থাকা দলকে কিছুটা লড়াইয়ে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ এবং তানজিম হাসান। তাদের ৮ম উইকেট জুটিতে আসে ৯২ রান। মাহমুদউল্লাহ করেন ৬২ রান, আর তানজিম খেলেন মূল্যবান ৪৫ রানের ইনিংস। তবে দলকে কাঙ্ক্ষিত স্কোরে পৌঁছে দিতে পারেননি অন্য ব্যাটাররা। শেষ পর্যন্ত বাংলাদেশ অলআউট হয় ২২৭ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার এভিন লুইস এবং ব্র্যান্ডন কিং শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। মাত্র ২১ ওভারে উদ্বোধনী জুটিতে তারা তুলেন ১০৯ রান। লুইস ৪৯ রান করে রিশাদ হোসেনের বলে আউট হলেও ব্র্যান্ডন কিং খেলেন ৮২ রানের অনবদ্য ইনিংস।

বাংলাদেশি বোলারদের মধ্যে নাহিদ রানা কিছুটা সাফল্য পেলেও বাকিরা ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। নাহিদ ব্র্যান্ডন কিংকে বোল্ড করে দ্বিতীয় উইকেটটি এনে দেন। রিশাদ হোসেনের বলে কিসি কার্টি ৪৫ রানে আউট হলেও ক্যারিবীয়দের জয় আটকানো যায়নি। শেষদিকে শারফেন রাদারফোর্ড ঝড়ো ১৫ বলে ২২ রান করে জয় নিশ্চিত করেন।

বাংলাদেশের বোলিং আক্রমণ ছিল নিস্প্রভ। শরীফুল ইসলাম, তানজিম সাকিব এবং মেহেদী হাসান মিরাজের বোলিংয়ে ধার ছিল না। সৌম্য সরকারের হাত থেকে ক্যাচ পড়া দলের হতাশা আরও বাড়িয়েছে।

সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি হবে শুধুই আনুষ্ঠানিকতা। সেখানে হোয়াইটওয়াশ এড়াতে লড়াই করতে হবে বাংলাদেশকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।