১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সশস্ত্র বাহিনীর সাফল্য

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের ৩২টি দেশের ১৭৯ জন সামরিক সদস্যের অংশগ্রহণে সৌদি আরবের মক্কা নগরীতে অনুষ্ঠিত হয় ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪। গত ৩১ জানুয়ারি হতে ৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সৌদি আরবের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় ৩ পারা, ৫ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা হিফজ এবং তেলাওয়াতসহ মোট ৬টি ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনীর ৫ জন ও সেনাবাহিনীর ১ জনসহ মোট ৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গৌরবময় সাফল্য অর্জন করে। বাংলাদেশ নৌবাহিনীর সাব্বির হোসেন ৩ পারা গ্রুপে এবং মোঃ গোলাম রব্বানী ১০ পারা হিফজ গ্রুপে ২য় স্থান অর্জন করে স্বর্ণ পদক লাভ করেন যা বাংলাদেশ তথা সশস্ত্র বাহিনীর জন্য অসামান্য গৌরব বয়ে আনে। আন্তর্জাতিক পরিমণ্ডলে হিফজুল কোরআন প্রতিযোগিতায় এ সাফল্য সামরিক সদস্যদের জন্য একটি অনন্য অর্জন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ধর্মীয় ক্ষেত্রে সামরিক বাহিনীর এ ধরনের অর্জন আমাদের সকলের জন্য অনুপ্রেরণা ও মাইলফলক হয়ে থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।