হাসিনার জুলুম সইতে না পেরে বাবার মৃত্যু: গাজীপুরে ওয়াজ মাহফিলে অভিযোগ

অনলাইন ডেক্স: গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নানের পুত্র ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুররল করিম রনি অভিযোগ করেছেন, তার বাবা শেখ হাসিনার সরকারের মিথ্যা মামলার কারণে জেল-জুলুম সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেছেন।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে টঙ্গী বাজার এলাকায় পুরাতন লৌহ ব্যবসায়ীদের আয়োজনে একটি ওয়াজ মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

রনি বলেন, “আমার বাবা অধ্যাপক এম এ মান্নান বারংবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। সেই জুলুম সহ্য করতে না পেরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।”

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ

রনি আরও বলেন, “বাংলাদেশে ভারতীয় আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। ওয়াজ মাহফিলে বাধা দেওয়া, আলেমদের হয়রানি এবং দাড়ি-টুপির প্রতি বৈষম্যমূলক আচরণ বর্তমান সরকারের ইসলামবিরোধী অবস্থানকে তুলে ধরেছে।”

তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “গুজবে কান দেবেন না। দেশের ঐক্য ও শান্তি বজায় রাখতে আমাদের সজাগ থাকতে হবে। কোনো ধরনের নাশকতা রুখতে সকলে এগিয়ে আসুন।”

রনির এই বক্তব্যে স্থানীয় জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তার বক্তব্যকে সমর্থন করেছেন, আবার অনেকে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।