হাজী মাজার বস্তি আবারো ও মাদক ব্যবসায় সয়লাব । দেখবে কে?

নিজস্ব প্রতিনিধি: হাজী মাজার বস্তি মাদক ব্যবসায় আবারও সয়লাব। নিয়ন্ত্রণে আছে ক্রসফায়ারের হত্যা মামলার সহযোগী শাহাবুদ্দিন। যুগের পর যুগ হাজী মাজার বস্তি মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করতে বাচ্চু।।। লক্ষ লক্ষ যুবসমাজ ধ্বংসের হাতিয়ার বাচ্চুর মৃত্যুর পর কে ধরেছিল হাজী মাজার বস্তির মাদক ব্যবসার নিয়ন্ত্রণ। আওয়ামী লীগ কর্তৃক দীর্ঘ ১৮ বছর যাবত মাদক চালাতেন যারা ,৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ কমিটি গঠন করেছিলেন তারা।

বর্তমান বৈষম বিরোধী ছাত্র আন্দোলন কে কেন্দ্র করে গত মাসে পাঁচই আগস্টের পর থেকে দীর্ঘ এক মাস এই স্পট বন্ধ ছিল নানামুখী তাপে।

এখন আবারও হাজী মজার বস্তি ওরফে হাজিনগর এখন মাদক ব্যবসায় জমজমাট। তথ্য অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আছেন আরিফ ও আরিফের স্ত্রী লাইলী যা আরিফ স্পোর্ট নামে পরিচিত। অন্যদিকে বাবু ,বাবুর স্ত্রী হেলেনা যা বাবুস্পট নামে পরিচিত। এছাড়াও রয়েছে আরো নামে বেনামে চারটি স্পট। 

সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই স্পটে শিশু কিশোর, যুবক  সবাইয়ের মাদক খাওয়া, কেনার আনাগোনা।চোখে পড়ার মত সত্যি হলেও বিভিন্ন প্রশাসন এখানে আসেন ,কিছু মাদক কিনতে, খেতে, কিছু আসেন উৎকোচ নিতে।

এ বিষয়ে বিএনপির নেতা পরিচয়ে শাহাবুদ্দিন সাথে কথা বললে ,তিনি জানান ,আপনি অমুক অমুকের সাথে কথা বলেন। তথ্য অনুসন্ধানে তারা জানান ,আরো কিছুদিন সময় লাগবে অপেক্ষা করেন। 

প্রশাসনের নাকের ডগায় কোটি কোটি টাকার মাদক বিক্রির ফেন্সি, ইয়াবা ,বাবা ,গাজার এ সকল অপরাধীদের লাগাম ধরবে কে।।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।