নিজস্ব প্রতিনিধি: সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা, মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদ এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নামে থাকা ৭৭টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবের মাধ্যমে মোট ২৪ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৯৫৮ টাকা লেনদেন হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে, দুদকের উপপরিচালক কমলেশ মণ্ডল এসব হিসাব অবরুদ্ধ করার আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
ব্যাংক হিসাবগুলোর মধ্যে হাছান মাহমুদের নামে ৮টি, তার স্ত্রীর নামে ১৪টি, মেয়ের নামে ৬টি, হাছান মাহমুদ ও তার স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট ৩টি, বিসমিল্লাহ মেরিন সার্ভিসের ৩৪টি, এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর নামে বেশ কিছু হিসাব রয়েছে।
দুদকের আবেদন অনুযায়ী, হাছান মাহমুদ এবং তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে সন্দেহজনকভাবে ৭৫৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৫৫৯ টাকা লেনদেন হয়েছে। এই লেনদেনগুলো যখন হয়েছে, তখন হাছান মাহমুদ প্রতিমন্ত্রী এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যার ফলে এসব লেনদেনের মধ্যে মানিলন্ডারিংয়ের উপাদান থাকার আশঙ্কা রয়েছে। বর্তমানে এসব হিসাবগুলোর মধ্যে ২৪ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৯৫৮ টাকার জমা রয়েছে।
দুদক মনে করছে, যদি অবিলম্বে এসব হিসাব অবরুদ্ধ না করা হয়, তবে অপরাধলব্ধ আয়ের মাধ্যমে অর্জিত সম্পদ হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। তাই, এসব হিসাবের ওপর অবরোধ আরোপ করা প্রয়োজন।