হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার

বাসস: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সুনামগঞ্জের হাওর অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ  দিয়েছেন।

আজ রোববার সুনামগঞ্জের ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের এ নির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ, তাহিরপুরের উড়ালসেতু সড়ক প্রকল্প, সোলেমানপুর ও পাটাবুকায় চলমান ব্রিজের ও রাস্তার কাজ, মধ্যনগর উপজেলার চলমান কাজ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. কামরুল ইসলাম, উড়াল সেতু প্রকল্প পরিচালক গোলাম মাওলা, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ, সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল রায়, উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযূষ কান্তি মজুমদার।

প্রকল্পগুলো ছাড়াও উপদেষ্টা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরো আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com