হাইকমিশনে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে জাতিসংঘের সহায়তা নিক ভারত: আসিফ

অনলাইন ডেক্স: যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভারতের আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার প্রসঙ্গে বলেছেন, যদি তারা বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা নিতে হবে। সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এই পরামর্শ দেন।

আসিফ বলেন, “যদি ভারতের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে তারা জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সাহায্য চাইতে পারে। বাংলাদেশও এই প্রক্রিয়ায় শান্তিরক্ষী পাঠিয়ে তাদের সহযোগিতা করতে পারে।”

এদিকে, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে পরিকল্পিত বিক্ষোভের নামে হামলার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানিয়েছে। এ বিষয়ে সোমবার সন্ধ্যায় একটি বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাটি পূর্বপরিকল্পিত এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, “বিক্ষোভকারীরা মিশনের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা অপমান করে এবং সহকারী হাইকমিশনের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে।”

এ ধরনের হামলা ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রতি জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেছে, “বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর সুরক্ষা নিশ্চিত করা ভারত সরকারের দায়িত্ব। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করছি।”

পাশাপাশি, কূটনীতিকদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।