হরিপুর শালদাহ ঝন্টু ফকির ও আরজুর মাদকের রমরমা ব্যবসা

জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার সদর উপজেলার হাটশ হরিপুরের শালদাহ এলাকা মাদকের রমরমা ব্যবসা চলছে। আর হাতের নাগালে সহজে মাদক পেয়ে অত্র এলাকায় দিনদিন মাদক সেবীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মাদক সেবীরা নেশার টাকা জোগাড় করতে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।

এলাকাবাসী অভিযোগ করে জানান, সদর উপজেলার হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের  ঝন্টু ফকির ও  তার ছেলে আরজু মাহমুদ দীর্ঘ দিন ধরে ইয়াবা গাজা ব্যবসা করে আসছে। ঝন্টু ফকির গণপূর্তের তৃতীয় শ্রেণীর কর্মচারী। ফকিরিবেশের আড়ালে তিনারা সময় বুঝে কৌশল পরিবর্তন করে মাদক বেচাকেনা করছেন। প্রতিদিন সকাল থেকে মাদক সেবীদের আনাগনা শুরু হয়ে রাত পর্যন্ত চলছে। এছাড়া প্রশাসনের ঝামেলা এড়াতে তিনি মাদক সেবনকারীদের নিকট মোবাইলফোনে অর্ডার নিয়ে মাদক বিক্রি করেন। তবে যে কেউ ফোন করে চাইলেই মাদক মিলবে না।

মাদক পেতে হলে তার নিয়মিত একজন খরিদ্দারের সুপারিশ লাগবে। তার পরই গাঁজা, মদ, ফেনসিডিল এমনকি ইয়াবার মতো মারাত্মক নেশা জাতীয় মাদকদ্রব্য মিলবে। তবে দূরত্বনুযায়ী মাদকসেবী ক্রেতাকে বাড়তি টাকা দিতে হবে। এলাকাবাসীর অভিযোগ ঝন্টু ফকির ও তার ছেলে আরজু মাদক ব্যবসার কারণে আমাদের ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে ওই মাদক ব্যবসায়ীদের

কিছু বললে আমাদের দলীয় পেশি শক্তি ও ক্ষমতা দেখিয়ে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদান করে থাকে তাই আমরা এলাকাবাসী  ভয়ে দিন পার করে থাকি। ফলে তিনি লাভবান হলেও হাতের নিকট সহজে মাদক পেয়ে অত্র এলাকার শ’ শ’ উঠতি বয়সী যুবক মাদকের নেশায় আশক্ত হয়ে মাদক সেবন করছে। প্রথমে বিভিন্ন আজুহাতে পরিবার থেকে নেশার টাকা নিলেও পরে নেশার টাকা জোগাড় করতে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে অত্র এলাকায় ছিচকে চোর বৃদ্ধি পেয়েছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা বাব বেটা চালাচ্ছে রমরমা মাদক ব্যবসা। 

এবিষয় নিয়ে স্থানীয় বাসীন্দারা একাধিকবার নিষেধ করলেও তাদের উপর চড়াও হয়ে ভয় ভিতী দেখিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রতিবেশীরা জানান, ঝন্টু ফকির ও তার ছেলে আরজু  মাদক ব্যবসায় আমাদের ছেলে মেয়ের ক্ষতি হচ্ছে। মানুষের কাছে আমাদের মুখ দেখাতে পারি না। মাদক বিক্রি করতে নিষেধ করলে উল্টো আমাদের বিভিন্ন হুমকি দিয়ে মার মূখী আচারন করে।

এবিষয়ে ঝন্টু ফকির ও তার ছেলে আরজুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায় নাই। 

বিষয়টির দিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।