হাসান: পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ঢাবি শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার নিলয় এর বাসায় এক দল দুর্বৃত্ত হামলা চালায়। ঘটনাটি ঘটেছে পুরান ঢাকার বংশাল এলাকায়।
তথ্য সুত্রে জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র তাহমিদ তাজওয়ার নিলয়। শিক্ষা জীবনে জড়িয়ে পড়েন রাজনীতির সঙ্গে। স্যার এ এফ রহমান হলের শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন নিলয়। পাশাপাশি চারুকলা অনুষদ ছাত্রলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তাহমিদ তাজওয়ার নিলয়। রাজনৈতিক জীবনে সবসময় বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগের একজন সংগ্রামী সৈনিক হিসেবে রাজপথে আন্দোলন করেছেন তাহমিদ তাজওয়ার নিলয়। ৫-ই আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর প্রাণ বাঁচাতে ঢাকার বংশাল একটি বাসায় আত্মগোপন করে থাকে। গত ১০- ই মে ঢাকার বংশাল এলাকায় নিলয়ের বাসায় নিলয়কে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এক দল দুর্বৃত্ত। হামলাকারীদের উপস্থিতি টের পেয়ে নিলয় তার প্রাণ বাঁচাতে অন্যত্র আত্মগোপনে চলে যায়। নিলয়কে না পেয়ে হামলাকারীরা তাহমিদ তাজওয়ার নিলয় এর বাসায় ব্যাপকভাবে ভাংচুর করে।
প্রতিবেদককে তাহমিদ তাজওয়ার নিলয় জানিয়েছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। পাশাপাশি স্যার এ এফ রহমান হলের শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। যতদিন রাজনীতি করেছি সবসময় বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করেছি। বাংলাদেশ ছাত্রলীগের একজন সংগ্রামী সৈনিক হিসেবে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর প্রাণ বাঁচাতে ঢাকার বংশাল এলাকায় একটি বাসায় আত্মগোপন করে থাকি।গত ১০- ই মে মধ্য রাতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাসায় আমাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের উপস্থিতি টের পেয়ে আমি কোন রকম প্রাণ বাঁচাতে অন্যত্র আত্মগোপনে চলে যাই। হামলাকারীরা আমাকে না পেয়ে আমার বাসার সকল আসবাবপত্র ভাঙচুর করে। তাহমিদ তাজওয়ার নিলয় এর জীবন সংকটাপন্ন অবস্থায় রয়েছে বলে প্রতিবেদককে জানিয়েছেন নিলয়ের পরিবার।