চ্যানেল7বিডি ডেক্স: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বান, স্বৈরাচারী সরকারের প্রত্যাবর্তন রোধে সতর্ক থাকুন। ৭ম জাতীয় কমডেকার অনুষ্ঠানে তিনি গণ-অভ্যুত্থানের তাৎপর্য ও স্কাউটিংয়ের ভূমিকা তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশে যাতে কোনো দিনই স্বৈরাচারী সরকার ফিরে না আসে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, যা দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
গণ-অভ্যুত্থানের তাৎপর্য:
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে ৭ম জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভিডিও বার্তায় তিনি উল্লেখ করেন, “শত শত ছাত্র-জনতা, যুবক ও কিশোরের রক্তের বিনিময়ে ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থান সফল হয়েছে। দেশের জন্য আত্মত্যাগ কখনও বৃথা যায় না।”
স্কাউটিং ও সমাজ বিনির্মাণ:
বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং” এই শ্লোগানে আয়োজিত ৭ম জাতীয় কমডেকার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “জুলাই বিপ্লবের তাৎপর্য অপরিসীম। স্বৈরাচারী সরকারের দমনমূলক নীতির কারণে বহু তরুণ প্রাণ হারিয়েছে। আন্দোলনের সময়ের গ্রাফিতি, রক্তাক্ত রাজপথের ছবি এবং স্লোগান আজও আমাদের মনে দাগ কাটে।
তিনি আরও যোগ করেন, ছাত্র-জনতার আত্মত্যাগ শুধু রাজনীতিতে নয়, আমাদের সংস্কৃতি ও সমাজে নতুন দ্বার উন্মোচন করেছে।
অনুষ্ঠানের বিস্তারিত:
৭ম জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটের ৭ম জাতীয় কমডেকার কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটের এডহক কমিটির সদস্য ডা. মো. আমিনুল ইসলাম, খ. ম. রকিবুল ইসলাম ও ফরিদা ইয়াসমিন।
অংশগ্রহণকারী:
এই কমডেকারে সারাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৪০০টি ইউনিটের ৩,২০০ জন রোভার ও স্বেচ্ছাসেবক, ইউনিট লিডার এবং কর্মকর্তাসহ প্রায় ৫ হাজার স্কাউট সদস্য অংশগ্রহণ করেন।
তথ্যসূত্র: বাসস