স্বপ্ন নং ওয়ার্ড মাদক ব্যবসায়ী শাওনের মাদক ব্যবসা এখন জমজমাট।।।

নিজস্ব প্রতিনিধি: গাজীপুর মহানগর টঙ্গীর ৫৬ নং ওয়ার্ড বেলতলী মসজিদের আশেপাশে শাওনের মাদক ব্যবসা এখন জমজমাট।  বর্তমান ছাত্র বৈষম বিরোধী আন্দোলনে দেশ যখন সজাগ ঠিক তখনই যুবসমাজ ধ্বংসের হাতিয়ার শাওনের মাদক ব্যবসা এখন জমজমাট। 

তথ্য অনুসন্ধানে দেখা যায়, বিকেল চারটা থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদকের এইসব বেচাকেনা। রেললাইনের পাশে বস্তি হওয়ায় অলিতে গলিতে বিভিন্ন রাস্তা দিয়ে এইসব মাদক ক্রেতারা কিনতে আসেন মাদক। রহিমা বেগম জানান ,মাদক বেচাকেনার কারণে মা ও বোনেরা ঠিকমতো রাস্তা দিয়ে আসা-যাওয়া করতে পারে না এই সমস্ত লোকদের কারণে।

প্রতিবাদ করতে চাইলে শাওন ও শাওন  সিন্ডিকেট লোকেরা তেরে আসে  মারতে। স্থানীয় প্রশাসন বিষয়টি জানলেও নিরব ভূমিকায়।  স্কুল কলেজের যুব সমাজ ধ্বংসের হাতিয়ার মাদক ব্যবসায়ী শাওনের লাগাম ধরবে কে।।।

আগামীতে চোখ রাখুন দ্বিতীয় পর্বে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।