সৌদি সফরে সুসংবাদ দিলেন আসিফ নজরুল, প্রবাসী কর্মীদের জন্য বড় অগ্রগতি

চ্যানেল7বিডি ডেক্স: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল সৌদি আরব, কাতার ও ওমান সফরের ফলাফল শেয়ার করেছেন। প্রবাসী কর্মীদের জন্য ইকামা, নিয়োগ চুক্তি ও বৈধকরণে বড় অঙ্গীকার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল তার সৌদি আরব সফরের ফলাফল সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। তিনি সৌদি আরব, কাতার ও ওমানের সরকারি পর্যায়ে আলোচনায় প্রবাসী বাংলাদেশীদের জন্য বেশ কিছু ইতিবাচক অঙ্গীকার পেয়েছেন বলে জানান।

সৌদি আরবে প্রবাসী কর্মীদের জন্য বড় অঙ্গীকার
ড. আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে জানান, সৌদি আরবের মানবসম্পদ ও অর্থমন্ত্রীর সঙ্গে তার বৈঠকে ইকামা ছাড়া বসবাসকারী বাংলাদেশীদের বিষয়ে নিয়োগ কর্তাদের দায়িত্ব কঠোরভাবে তদারকির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া, নিয়োগ সংক্রান্ত চুক্তি বাংলাদেশে কর্মীদের কাছে আগাম পাঠানো এবং বাংলাদেশি পেশাদারদের সার্টিফিকেট যাচাইয়ের বিষয়েও সৌদি আরব ইতিবাচক সাড়া দিয়েছে।

ওমান ও কাতারের প্রতিশ্রুতি
ওমান সফরে দেশটিতে অবস্থানরত সকল বাংলাদেশীকে বৈধ করার এবং দ্রুত বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অন্যদিকে, কাতারও প্রবাসী কর্মীদের জন্য বিভিন্ন ইতিবাচক অঙ্গীকার করেছে। ড. নজরুল বলেন, ‘এখন পর্যন্ত এগুলো সবই প্রতিশ্রুতি, তবে সেগুলো আন্তরিক বলে মনে হচ্ছে।’

যোগাযোগ অব্যাহত রাখার ঘোষণা
উপদেষ্টা জানান, এসব প্রতিশ্রুতির অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হবে। তিনি বলেন, আমরা প্রবাসী কর্মীদের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিমান ভাড়া নিয়ে অভিযোগের সমাধান
ড. নজরুলের কাছে বিদেশে অবস্থানরত কিছু বাংলাদেশী বিমান ভাড়া নিয়ে অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, এটি সরাসরি আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না হলেও আমি এক বা দুই দিনের মধ্যে বিমান পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করব।

কর্মসংস্থান কোম্পানিগুলোর সঙ্গে বৈঠক
সৌদি আরব সফরে ড. নজরুল প্রায় বিশটি বড় কর্মসংস্থান কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া, বিদেশে রেমিট্যান্স পাঠানো বাংলাদেশী কর্মীদের সাথেও তিনি আলোচনায় অংশ নেন।

প্রবাসী কর্মীদের জন্য আশার বার্তা
ড. আসিফ নজরুলের সফর প্রবাসী বাংলাদেশীদের জন্য আশার বার্তা বয়ে এনেছে। ইকামা, নিয়োগ চুক্তি ও বৈধকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি প্রবাসী কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।