অনলাইন ডেক্স: প্রথমবারের প্রেসিডেন্ট মেয়াদে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডসের উদ্যোগ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বারের সম্ভাব্য প্রেসিডেন্ট মেয়াদে সৌদি আরবের সঙ্গে একই রকম একটি চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এরই অংশ হিসেবে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভেন উইটকফকে সৌদি আরব সফরে পাঠিয়েছেন ট্রাম্প। অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়, বুধবার (১১ ডিসেম্বর) উইটকফ রিয়াদে পৌঁছান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মার্কিন-সৌদি সম্পর্ক, গাজায় চলমান যুদ্ধ, সৌদি আরব ও ইসরাইলের মধ্যে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিকীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সমীকরণ
বিশ্লেষকরা মনে করছেন, সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিক হলে মধ্যপ্রাচ্যে ইসরাইলের প্রভাব আরও সুসংহত হবে। তবে এর ফলে ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্ন ক্রমশ চাপা পড়ে যেতে পারে।
গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযান এবং দীর্ঘমেয়াদী অবরোধের কারণে ইতিমধ্যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, গত ১৪ মাসের সংঘাতে ৪৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অগণিত লাশ এবং খাদ্য, পানি ও ওষুধের অভাবে মৃত্যুবরণকারীরা এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত নয়।
ইসরাইল জানিয়েছে, তারা হামাসকে নির্মূল করতে এবং তাদের হাতে আটক জিম্মিদের উদ্ধারের অভিযান চালিয়ে যাচ্ছে।
সৌদি আরবের অবস্থান
সৌদি আরব বারবার জানিয়েছে, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার আগে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃশ্যমান অগ্রগতি চাই। রিয়াদের মতে, ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি বা স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়।
সৌদি আরবের ওয়াশিংটন দূতাবাসের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল-সৌদ গত মাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলেন, “ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার স্পষ্ট পথ ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ সম্ভব নয়।”
তবে প্রতিরক্ষা চুক্তি বা অন্যান্য কৌশলগত স্বার্থে যদি সৌদি আরব ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে যায়, তাহলে তা মুসলিম বিশ্বের মধ্যে তাদের অবস্থানকে দুর্বল করতে পারে বলে অনেকে মনে করছেন।
সৌদি-ইসরাইল সম্পর্কের স্বাভাবিকীকরণে রিয়াদের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় আনতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।