সৌদি আরবে ১৯ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

অনলাইন ডেক্স: সৌদি সরকার গত ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৫ জানুয়ারি) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-র বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকারের বিভিন্ন সংস্থার যৌথ অভিযানে এসব অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক আইন, সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ৪০২ জন আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৭৭৫ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং ৩ হাজার ৩৬৪ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন।

এছাড়া, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের অভিযোগে ৯৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপীয়, ৪০ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

সৌদি আরব থেকে পালানোর চেষ্টাকালে ১২৯ জনকে এবং পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ অবৈধ অভিবাসীদের প্রবেশে সহায়তা করলে, পরিবহন বা আশ্রয় দিলে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। এছাড়া অপরাধীর সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।