সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে নির্মাণ হবে শাহবাগ থানা ভবন…

ডেস্ক রিপোর্ট : উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ ব্রিফিংয়ে বলেন, শাহবাগ থানা বারডেম ও ঢাকা ক্লাবের কাছাকাছি একটা জায়গায় নেয়া হবে। উপদেষ্টারা জায়গা পরিদর্শন করে স্থান চূড়ান্ত করবেন। উত্তর দিকে মুখ করে যতটা কম জায়গা নিয়ে পারা যায় সুইটেবল জায়গায় শাহবাগ থানা স্থাপন করা হবে রাজধানী ঢাকার পরীবাগে সাকুরার পাশে যাচ্ছে না শাহবাগ থানা। এর পরিবর্তে সোহরাওয়াদী উদ্যান ঘেঁষে বারডেম হাসপাতাল ও ঢাকা ক্লাবের কাছাকাছি জায়গায় এই থানা স্থানান্তর করা হবে। উপদেষ্টা পরিষদের বৃহস্পতিবারের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার তার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, রাজধানীর শাহবাগ থানা স্থানান্তর নিয়ে উপদেষ্টা পরিষদে নতুন সিদ্ধান্ত এসেছে। সাকুরা বারের পেছনে নয়, সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষেই নতুন করে নির্মাণ করা হবে শাহবাগ থানা ভবন।

শাহবাগ থানা বারডেম ও ঢাকা ক্লাবের কাছাকাছি একটা জায়গায় নেয়া হবে। উপদেষ্টারা জায়গা পরিদর্শন করে স্থান চূড়ান্ত করবেন। উত্তর দিকে মুখ করে যতটা কম জায়গা নিয়ে পারা যায় সুইটেবল জায়গায় শাহবাগ থানা তৈরি করা হবে। থানাটি একটুখানি রিলোকেট হবে। তবে মোটামুটি কাছাকাছি জায়গায় থাকবে।

আব্দুর রশীদ বলেন, এখন যে জায়গাটা থানা হিসেবে ব্যবহৃত হচ্ছে তা অস্বাস্থ্যকর। সেখানে বিকল গাড়ি ডাম্পিং করা হয়। এগুলো সরিয়ে দেয়া হবে। এ ছাড়া ফুলের যে মার্কেটটা আছে সেটিও পুনর্বিন্যাস করা হবে।

তিনি আরও বলেন, সাকুরার পাশে শাহবাগ থানাকে সরানো খুব একটা উপযোগী জায়গা বলে মনে হয়নি। সেখানে আন্তর্জাতিক মানের বিখ্যাত হোটেলগুলোর একটি রয়েছে। যেখানে থানা স্থানান্তরের কথা ছিল ওই জায়গার মালিক জায়গা দিতে চাচ্ছেন না।

পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভা গত ৩ জুন শাহবাগ থানা সরিয়ে সাকুরার পাশে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত পরিবর্তন করলো অন্তর্বর্তীকালীন সরকার।

মন্দ্রিপরিষদ সচিব আজকের বৈঠকের বিষয়ে আরও জানান, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় শাহবাগ থানা নির্মাণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com