সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কামাল খানের জন্মদিন উদযাপন 

নিজস্ব প্রতিবেদক!! গত ৩ জানুয়ারি ২০২৫ইং রোজ শুক্রবার রাত ৮ ঘটিকায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কার্যালয় মা ভবন আব্দুল্লাহপুর ঢাকা। 

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কেক, কেটে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জন্মদিন পালিত হলো। 

জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম কমিশনের ভারপ্রাপ্ত সভাপতি— এ. কে. এম. আজিজুল হক, অনুষ্ঠান পরিচালনা করেন টঙ্গী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ  কালিমুল্লাহ ইকবাল,উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে বক্তব্য রাখে দৈনিক প্রাণের বাংলাদেশের পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মামুন,উত্তরা জার্নালিস্ট ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি ও চ্যানেল জে 7 সম্পাদক মনসুর মাসুদ নির্বাচন কমিশন হেড অফিসের ডাটা কম্পিউটার অপারেটর মশিউর রহমান,বৃহত্তর উত্তরা  প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মকলেছুর রহমান মাসুম, ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোছলেহ উদ্দিন বাচ্চু, বলেন  যদি জন্মদিন পালন করেন, তবে সেটি যেন আত্মতুষ্টি, আল্লাহর কৃতজ্ঞতা, এবং মানবতার সেবা করার সঙ্গে সংযুক্ত থাকে। উদযাপনের পাশাপাশি জীবনের উদ্দেশ্য এবং দায়িত্ব স্মরণ করা উচিত নিজের জীবন এবং আশে পাশের মানুষের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার সময় ছোট খাটো দান বা সমাজের কল্যাণ মূলক কাজ করার মাধ্যমে দিনটিকে অর্থবহ করা যায়,যেটি আজকের এই দিনে আমাদের কামাল খান হাজার হাজার অনাথ,গরিব, অসহায়,শিশুদের কে নিয়ে প্রতিবারের মতো এবারও এই কাজটি করেছে সে,আমি মনে করি আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়ার একটি বিশেষ দিন,যিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে দেন।এই সময় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আরো অনেকেই বক্তব্য প্রদান করেন,বৃহত্তর উত্তরা কল্যাণ সমবায় সমিতির সভাপতি ও অনলাইন জনতার ক্রাইম সম্পাদক জাহাঙ্গীর আলম,অনলাইন ঢাকা ক্রাইম  ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের প্রচার সম্পাদক আবু সাঈদ মিদ্রা, সিনিয়র সাংবাদিক সাহিন মির্জা,উপদেষ্টা আজহারুল ইসলাম মজনু,সাংবাদিক জনি,ফিরোজ আহমদ মামুন, সেলিম আহমদ,রাব্বি আহমদ,তানভীর আহমেদ,সহ বিভিন্ন সাংবাদিক, কলামিস্ট, সংগঠক,ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন প্রমোখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।