মোহাম্মদ সালাহ উদ্দিন, কেন্দুয়া ( নেত্রকোনা) প্রতিনিধিঃ দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর মুক্তি পেলেন বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ঢাকার কেরানিগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পায় তিনি। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নেতাকর্মীদের ঢল নেমেছিল সেখানে।
ভাটী বাংলার সিংহ পুরুষ লুৎফুজ্জামান বাবর মুক্তি পেয়ে রাজধানীর শেরেবাংলা নগরের “জিয়া উদ্যান” বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক ডাঃ আনোয়ারুল হক, সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালী সহ দলের অন্যান্য নেতাকর্মী।
উল্লেখ্য, ২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার হওয়ার পর বাবরের বিরুদ্ধে একাধিক মামলা হয় সৈরাচার আওয়ামী দুঃশাসনের হিংসাত্বক রাজনীতির শিকার হয়ে দুটি মামলায় তার মৃত্যুদণ্ড এবং একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ছিলেন আওয়ামী প্রশাসন। তবে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিচারিক প্রক্রিয়ার পুনর্বিবেচনায় সবকটি মামলায় খালাস পান তিনি।
বাবর জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর গুলশানে নিজের বাসায় ফিরে নেতাকর্মী ও শুভাকাঙ্গকীদের নিয়ে সময় কাটান। দীর্ঘদিন কারাবাস শেষে রাজনীতিতে তার পুনঃঅবস্থান এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে ইতিমধ্যেই দলীয় মহলে আলোচনা শুরু হয়েছে।
এ বিষয় ডক্টর রফিকুল ইসলাম হিলালী বলেন আমার ভাই ১৭ বছরের বেশি জেলে কারাবাসে ছিলেন, আওয়ামী লীগের শাসনামলে আমার ভাইকে বেআইনি ভাবে জেলে রেখেছেন, ভাটি বাংলার তথা দেশের সাধারণ মানুষ এত ভালবাসেন না দেখলে বিশ্বাস হতো না।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন নেত্রকোনা বিএনপি অনেকটা দূর্বল ছিলাম বাবর ভাই মুক্তি হওয়ায় আমরা খুব আনন্দিত, এখন বাবর ভাইকে সংগে নিয়ে রাজনীতির মাঠে কাজ করতে ভালো লাগবে।