সৈয়দ মাসুদ রুমী কলেজের সভাপতি হলেন মেহেদী রুমী

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া সৈয়দ মাসুদ রুমী কলেজের গভর্নিং বডির নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাবেক প্রতিষ্ঠতা সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী পূনরায় সভাপতি ও সৈয়দা ফাহিমা বানু বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে। সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে মনোনীত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কমিটির অনুমোদন দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার।

এর আগে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতন হলে সারাদেশের স্কুল কলেজের পরিচালনা পর্ষদ ভেঙে দেন। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।